ফ্রুটস সালাদ রেসিপি

উপকরনঃ

টক দইঃ ১ কাপ
ক্রিমঃ ১ কাপ(যে কোণ ক্রিম, ফ্রেশ বা হুইপড, বাংলাদেশে ডানো বা নেসলে বা অন্যান্য অনেকগুলো পাওয়া যায়)
কন্ডেন্সড মিল্কঃ ১/৪ কাপ
লেবুর রসঃ ২ চা চামচ
ভ্যানিলা এসেন্সঃ ১/২ চা চামচ
ফল কিউবঃ ৪কাপের মত( ১টি মিষ্টি আপেল, ১টি কলা, ১ কাপ আঙ্গুর, ১টি আম, আনারস কুচি পরিমান মত বা ছোট মিষ্টি কমলা স্লাইস, বা ইচ্ছেমত যে কোণ মিস্টি ফলের কিউব)
নারিকেল কুঁচিঃ ১/৪কাপ(ফ্রেশ বা ফ্লেক্স)


প্রস্তুত প্রনালীঃ
সব ফল ছোট করে কেটে সাথে সাথে লেবুর রস মাখিয়ে নিন।এতে ফলের রং ঠিক থাকবে।একটি বাটীতে ক্রিম, দই, ভ্যানিলা ও কন্ডেন্সড মিল্ক ভাল করে মিশিয়ে নিন। এর সাথে ফলের কিউব দিয়ে মিশিয়ে নিন। এখন নারিকেল দিয়ে মিশিয়ে ফ্রিজে ৩-৪ ঘন্টা রেখে পরিবেশন করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form