উপকরণঃ
- ৩ কাপ দুধ
- স্বাদ মত চিনি
- ২ কাপ গুঁড়ো দুধ
- ৬ টা পাউরুটি
- ২ চা চামচ ঘি
- ১ কাপ স্যাফরন মেশানো দুধ
- প্রয়োজন মতো কাজু বাদাম, কিসমিস
২. পুর বানানোর জন্য প্রথমে কড়াইতে ২ চা চামচ ঘি গরম করে তাতে ১ কাপ দুধ দিতে হবে তার পর ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে নাড়া চাড়া করতে হবে। তার পর স্বাদ মত চিনি দিয়ে আবার ভালো করে নাড়া চাড়া করতে হবে যত ক্ষন না গারো হচ্ছে পুরটা। পুরটা একদম যেনো আটালো হলে যাই (পুরটা জন কড়াইতে লাগে না যাই তার দিকে খায়াল রাখতে হবে)। তার পর নামিয়ে ঠান্ডা করতে হবে।
৩. রোল বানানোর জন্য ৬টি পাউরুটি নিতে হবে। তার পর পাউরুটির ধার গুলো কেটে নিতে হবে। তার পর বেলনির সাহায্যে পাউরুটি গুলো পাতলা করে বেলে নিতে হবে। তার পর পাউরুটি র মধ্যে পুর ভরে রোলের মত করে নিতে হবে। তার পর যে মালাই টা বানানো হয়েছিলো সেটি রোলের ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে।
৪. শেষে ওপর দিয়ে কাজু বাদাম ও কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।
Tags
মিস্টি