উপকরণঃ
১. গাজর (আধা সিদ্ধ)কুচি ১ কাপ,২. শসাকুচি ১ কাপ,
৩. টমেটোকুচি ১ কাপ,
৪. কাঁচা মরিচকুচি ১ চা-চামচ,
৫. টক দই ১ কাপ,
৬. লেবুর রস ১ টেবিল চামচ,
৭. চিনি ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
৮. লবণ স্বাদমতো।
৯. ধনে পাতা (ঐচ্ছিক)
প্রণালীঃ
ওপরের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন।
Tags
সালাদ