উপকরণঃ
- ২ লিটার দুধের ছানা বা ২ কাপ
- চিনি ১ কাপ
- আস্ত এলাচ ৪টি
- ঘি ২ টে চামচ
- গুঁড়া দুধ ১/৪ কাপ
★ প্যানে ঘি গরম করে ছানা, এলাচ, গুঁড়া দুধ, চিনি দিয়ে নাড়তে থাকুন।
★ সবকিছু মিশে আঠালো হয়ে আসলে এলাচ তুলে ফেলে ঘি ব্রাশ করা বাটিতে নিয়ে বিছিয়ে ঠাণ্ডা করুন।
★ এরপর সন্দেশের আকারে কেটে পরিবেশন করুন।
Tags
মিস্টি